কবিতা: নব বসন্ত
কবিতাঃ নব বসন্ত
বসন্ত তুমি প্রেম, তুমি নবপ্রেমিকের অনিচ্ছাকৃত বাড়তি কিছু কল্প,
তুমি নবলেখকের বেদনা ভরা অসমাপ্ত প্রেমের গল্প।
তুমি স্বল্পভাষী কোনো কবির কবিতা,
তুমি মেঘের বিকেলে জানালার ধারে বই পড়া কোনো তরুণীর ধোঁয়া ওঠা কফির মগ-টা৷
বসন্ত তোমার নির্মল বাতাস,
কালো কোকিলের মধুমাখা কণ্ঠ,
ভোরে ওটা নতুন সূর্যের প্রথম কিরণের মতো দারুণ,
পূর্নিমা রাতে ওঠা চাঁদের স্নিগ্ধ আলোর মতো কোমল,
শিরশিরে, প্রেমময় এক অক্লান্ত অনুভূতি।
বসন্ত তুমি কারো তরুণ, তরুণী হে তুমি।
সমস্ত ধরণী আজ তোমার প্রেমে প্রেমময়ী,
তুমি আজ ভালোবাসা,
তুমি আজ প্রেমিকার হাতে হাত রাখা প্রেমিকের বিজয়ী হাসি।
বসন্ত তোমায় ভালোবাসি, ভালোবাসি।
.
কবিতাঃ নব বসন্ত