কবিতা- বসন্ত বাতাস
কবিতা- বসন্ত বাতাস
একদল বাতাস এসেছিল,
বসন্তের হিমশীতল বাতাসের চেয়ে দারুণ।
আমার হৃদয় পল্লি পাথর ছিল,
ছিল অনুভূতিহীন করুণ।
একদল বাতাস এসেছিল,
গোলাপের মিষ্টি সুভাসের চেয়ে তরুণ।
ছিল হলুদ-সাদা কাঠগোলাপের মতো কোমল।
আমার হৃদয় ছিল আকাশের মতো বিশাল
ছিল বর্ষায় মেঘাচ্ছন্ন।
ছিল পাহাড়ের মতো অটল।
আমার হৃদয় সমুদ্র ছিল স্থির,
গতি ছিল অবিচল।
একদিন,
একদল বাতাস এসেছিল,
একদম প্রেমময় বাতাস।
শীতল শিহরণ জাগানো বাতাস।
আমার পাথরের মতো হৃদয়,
বিগলিত হয়।
মেঘাচ্ছন্ন বিশাল আকাশে,
সূর্য উদিত হয়।
স্থির হৃদয় সমুদ্রে,
গর্জন উঠে।
বয়ে যায় ঝড়।
একদিন,
একদল বাতাস এসেছিল।
যে বাতাসে আমি কারো স্পর্শ পাই।
কারো অনুভূতি পাই।
কেউ যেন আমার সমস্ত ছুঁয়ে যায়।
কেউ যেন জানিয়ে যায়,
তার উপস্থিতি, তার প্রেম।
-তাসফি আহমেদ