গল্পঃ ভালোবাসার কিছু মূহুর্ত । লেখক - তাসফি আহমেদ

গল্পঃ ভালোবাসার কিছু মূহুর্ত ।  লেখক -  তাসফি আহমেদ


গল্পঃ ভালোবাসার কিছু মূহুর্ত


হঠাৎ আমার ফোনটা বেজে উঠল|আমি জানি এই সময় কে ফোন দেয়|এই সময়টাতে আমার জান পাখিটা ফোন দেয়|তাই দেরি করে ফোনটা ধরলাম,
:হ্যালো (তানহা|সরি বলতে ভুলে গেছিলাম|ওর নাম তানহা)
>হুম বল|
:কেমন আছ?
:ভালো|তুমি কেমন আছ?
:ভালো|কি কর?
:এই তো চন্দ্র বিলাস করি|তুমি?
:আমিও|চাঁদটা খুব সুন্দর তাই না?
;নাহ।তোমার থেকে সুন্দর না।
:তোমারে বলেছে।।।(লজ্জা পেয়েছে মনে হয়)
:সিরিয়াসলি। তুমি আমার রাজ্যের চাঁদের থেকে খুব খুব সুন্দর।
:যদি এতই ভালবাসতে তা হলে এত দুরে থাকতে না হুহ।তুমি জানো আমি তোমাকে কত মিস করি।আর তুমি এই দুইদিনে আমার সাথে একবারও দেখা করলা না।এটাই কি তোমার ভালবাসার নমুনা।
:অলেবাবালে আমার বাবু টা বুঝি রাগ করেছে।
:রাগ করব কেন? আমি কি তোমার উপর রাগ করার কে হু।
:তুমি আমার জান পাখি।আর তুমিই তো আমার সাথে রাগ করবা নাকি।।।
:আমি কারো জান পাখি নই
:কে বলছে। তুমি আমার জান পাখি।
::আমার বয়েই গেছে আপনার পাখি হতে।
:এসব কি বলছ জানু।আমি তোমাকে খুব ভালবাসি।
:কচু বাস।তুমি আমাকে ভালবাস না।
:কি আমি তোমাকে ভালবাসি না।।।।?
:না।
:ওকে তাহলে বাই।
(একথা বলেই ফোনটা কেটে দেয় আরাফাত। তারপর মোবাইল টা বন্ধ করে ফেলে।)
পুরা মেজাজ টাই খারাপ করে দিল।যার ফোনের জন্যে এতক্ষণ ওয়েট করলাম সে কি না আমাকে বলতেছে আমি ওকে ভালবাসি না।এত রাগ ওর।কি মনে হয় ওর।শুধুই কি ওর রাগ আছে। আমার নেই।বুঝুক এবার।কিন্তু আমি যে ওকে খুব ভালবাসি।ও মাঝে মাঝে এমন করে আমার সাথে। আমারও ভাল লাগে।ওর এরকম দুষ্টামি গুলা।আরও একদিন এমন হয়েছিল।ওই আমি খুব ক্লান্ত ছিলাম। ও ফোন করে বলে আমি নাকি ওকে এখন আর ভালবাসি না।এই হেন তেন কতকিছু। তাই আমি ফোন টা কেটে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল বেলা ঘুম ভাংলো কেউ একজনের চেঁচামেচি তে।চখে ঘুম।ঘুমের ঘোর এখনো কাটে নি।
হঠাৎ অনুভব করলাম কেউ আমার কলার সরি আমার শার্ট এর কলার ধরে টানছে আর বলতেছে ওই কুত্তা উঠ।আমারে কষ্ট দিয়ে নিজে আরামে ঘুমাচ্ছো।তা আমি কখনো হতে দিব না।আমি উঠেচি না।খুব ঘুম পাচ্ছে। তাই আবার ঘুমিয়ে পড়লাম। এবার অনুভব করলাম কেউ আমার পিঠের উপর উঠে আমার মারতেছে। মাইরের নাম বাবাজি। তাই উঠতেই হল।আমি কিন্তু এখনো ঘুমের গোরে।আমি বললাম
:এই কে রে।?এই অসময়ে কে আসছে হু(আমি না দেখার ভান করে বললাম। ওকে রাগানোর জন্যে।)
:তোর জম আসছে। তাড়াতাড়ি উঠ বলছি।উঠ!! (খুব চেঁচিয়ে কথাটা বলল ও)
আমি উঠলাম। উঠে ভালকরে খেয়াল করে দেখলাম যে তানহার চোখ দুটি লাল হয়ে আছে।মুখ টা কেমন যে ফ্যাকাসে হয়ে গেছে। বুকের ভিতর কেমন যেন করে উঠল।আমি ওকে বললাম
: এই তোমার কি হয়ছে। চোখ,মুখের এ অবস্থা কেন?
ও আমার কথার উত্তর না দিয়ে কান্না করতে করতে বলল
:তুমি কাল আমার ফোন কাটলা কেন হুম।জানো আমি সারা রাত তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। কিন্তু তুমি আমাকে একবারো ফোন দাও নি।কাল সারা রাত ঘুমাতে পারি নি।তুমি বুঝোনা যে তোমাকে আমি কত ভালবাসি।
ওর কান্না দেখে আমারও কান্না চলে আসল।আমি বললাম
:এত ভালবাস আমায়।।,?
:না আমি কাউকে ভালবাসি না।
:আমাকেও না???
:না
বুঝেছি একটু বেশি অভিমান কিরে পেলেছে। কিছু একটা করতে হবে।
আমি বললাম
:ঠিক আছে। তোমাকে ভালবাসতে হবে না।পাশের বাসার নিলা নামে একটা মেয়ে আছে ওকে,,,,,,,,,,,,
:খুন করে পেলব।কোন মেয়ের দিকে তাকানো তো দুরে থাক কোন মেয়ের কথা তোমার ওই মুখ দিয়ে বললে একেবারে তোমারে মেরে পেলব।
টোপ টা কাজে লেগেছে
:কেন?তুমি তো আমাকে ভালবাস না,।
:কে বলেছে আমি তোমাকে ভালবাসি না।
:কেন তুমিই তো বললা।
;আরে ওটা তো রাগের মাথায় বললাম
:সে যাই হোক।বলেছ তো
:আমি হাজার বার বলব।আর তোমাকে শুধু আমাকেই ভালবাসতে হবে।ওই নিলা না পিলার নাম মুখে আনলে একেবারে খুন করে পেলব তোমারে।
:আসলে নিলা নামে কেউ নেই। ওটা এমনি বলেছি।(অতিরিক্ত খুশি তে সত্য কথা টা বলে পেললাম।)
ওরে বাবা রে বাগের মতন তাকিয়ে আছে আমার দিকে।মনে হচ্ছে আজকে আমাকে খেয়ে পেলবে।আসছে রে আসছে। পালা আরাফাত পালা।কিন্তু না।চেষ্টা করেও লাভ হল না।ধরে পেলেছে ।
:কথায় পালাচ্ছো চান্দু।আজ তোমারে খাইচি।
:দেখ এটা কিন্তু ঠিক না।আমার মতন একটা নিস্পাপ শিশু কে মারলে তোমার নামে আমি পুলিশে কমপ্লেইন করব।
:না না তা হচ্ছে। আমি আজ তোমাকে ছাড়ব না।
এই বলেই আমার বুকে কয়েক টা মেরে আমার বুকে মুখ লুকালো।আবার কান্না শুরু করে দিয়েছে।আর বলল
:কেন এত কষ্ট দেও বলত।আমার খুব কষ্ট হয়
:আচ্ছা আর দিব না।সরি
:মনে থাকে যেন
,,,
এগুলো ভাবলেই আমার হাসি পায়।পাগলি একটা।
নাহ ওকে আর কষ্ট দিব না।ফোন টা খুলে কথা বলি। তা না হলে আমারও যে ঘুম আসবে না আজ। ফোন খুলে দেখলাম কতগুলা sms আর মিস কল দেওয়া। sms এ লিখা সরি আর বলব না।সরি।আমার কষ্ট হয় প্লিজ ফোনটা খুলো
যাক ওকে ফোন দেওয়ার আগেই ওর। ফোন চলে আসল।রিচিব করতেই
ওপাশ থেকে শুনলাম চাপা কান্নার আওয়াজ।আবার রাগ ভাংগাতে হবে।
এভাবেই চলবে ওদের ভালবাসার পথ।
সবাই ওদের জন্যে দোয়া করেবেন।



- তাসফি আহমেদ 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url