কবিতাঃ মায়া
তোমার কপালের বিন্দুর মতো চাঁদটাতে কতোটা মায়া লুকিয়ে থাকে
তুমি জানো না
তা দেখে আমার কতোটা মুগ্ধতা বাড়ে
তুমি জানো না
তোমার মায়ায় আমি ডুবে মরি
তুমি জানো না
তোমার চোখের গভীরে আমি আমার শেষ দেখি
তুমি জানো না
এই পৃথিবী জানে না
এই পৃথিবীর একটি ধূলিকণাও জানে না
কেউ জানবে না
আমি তোমাকে কতোটা চাই
আমার আত্মা তোমায় কতোটা টানে
আমার বুক কতটা কষ্টে মরে
তোমার অবহেলায়
তোমার অপূর্ণতায়
বেলা বাড়ে
দিন বাড়ে
পৃথিবীর বয়স বাড়ে
আমার মৃত্যু ঘনিয়ে আসে
তবুও কেউ জানে না
তুমিও জানো না
এই হৃদয় তোমায় কতটা ভালোবাসে।
.
ভুলত্রুটি মার্জনীয়