Bangla Golpo: ভূতেদের ভূত ৪

Bangla Golpo: ভূতেদের ভূত।

(শেষ পর্ব)

.
দানবটা বললো,
-তোর কোনো মন্ত্রই কাজে দিবে না আজ৷ আমার সামনে এসব মন্ত্রটন্ত্র কিছুই না৷
তুষার তবুও চেষ্টা করলো। শেষমেশ লেবুর মন্ত্রটা পড়লো৷ ঠিক তখনই দেখলো ওর হাতে দুটো লেবু চলে এসেছে। আশ্চর্য! এই মন্ত্রটা কাজ করছে৷ বাকি গুলো করছে না কেন? তুষারের অবাক হওয়ার সীমা থাকলো না। সে দানবটার দিকে তাকালো একবার৷ দেখলো দানবটা রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিবে৷ বলল,
-তোর হাতে ওগুলো কী? কীভাবে এলো এগুলো?
তুষার যেন চট করেই ব্যাপারটা বুঝে ফেলল৷ খানিকটা হেসে বলল,
-তোর গুরু আমার সব গুলো মন্ত্র জব্দ করতে পারলেও এটা পারবে না৷ এই মন্ত্রের উপর আমার বিশেষ অধিকার আছে৷
কথাটা বলে দু'কদম এগিয়ে গেল সে৷ ও এগিয়ে যেতেই দেখলো দানবটা দু'কদম পিছিয়ে গিয়েছে। তুষার হাসলো। বলল,
-লেবুকে ভয় পাচ্ছিস?
দানবটা চিৎকার দিয়ে উঠলো৷ তুষার বলল,
-আমি জানি তুই লেবু ভয় পাবি৷ আর তোকে আমি চিনে গিয়েছি৷ কষ্ট করে পরিচয় দেওয়া লাগবে না৷ এখন যা বলছি মন দিয়ে শোন। সৃজিয়াকে ছেড়ে এখান থেকে চলে যা৷
দানবটা চেঁচিয়ে জবাব দিলো,
-না, আমি যাবো না৷
-তুই তো যাবি যাবি তোর বাপও যাবে৷
এই বলে দানবটার দিকে দৌড়ে গেল তুষার। দানবটা দ্রুত পিছিয়ে গেল। রেলিং এর কাছে গিয়ে থেমে গেল৷ বলল,
-এই? আর সামনে আসিস না৷ আসলে কিন্তু খবর আছে বলে দিলাম। আমি তোকে খুন করবো।
তুষার চট করেই থেমে গেল৷ ও ভাবলো দানবটা রেলিং টপকে ঝাপ দিলে সমস্যা আছে। সেটা কোনো ভাবেই হতে দেওয়া যাবে না৷ সে আত্মবিশ্বাসের সাথে বলল,
-আচ্ছা! আমি আসবো না। তুই চলে যা৷ আমি তোর কোনো ক্ষতি করবো না৷
দানবটা দাঁড়িয়ে থাকলো কিছু সময়৷ তুষারকে দেখল দেখল ভালো করে। তারপর চট করেই যেন সে চলে যেতে থাকলো। ধীরে ধীরে সৃজিয়ার চেহারা ফিরে আসতে থাকলো। কিছু সময় পরই সৃজিয়া মেঝেতে লুটিয়ে পড়লো। তুষার দৌড়ে গেল ওর কাছে। লেবু দুটো পকেটে রেখে সে সৃজিয়ার মাথাটা নিজের কোলে নিয়ে বলল,
-সৃজিয়া? এই সৃজিয়া?
সৃজিয়া নীরব হয়ে পড়ে থাকলো। তুষার ওকে কোলে তুলে নিলো। ছাদের দরজাটা লাগানো ছিল। সেটা খুলতেই দেখল আরমান সাহেব দাঁড়িয়ে আছেন। তাঁর চেহারায় আতঙ্ক। ঘেমে আছেন তিনি। তুষারকে দেখতেই তিনি ব্যস্ত হয়ে বললেন,
-কী হয়েছে ওর? আর তোমরা দরজা খুলছিলে না কেন? এতো করে যে ডাকলাম শুনতে পাওনি?
তুষার কিছু বলল না৷ দ্রুত নিচে নেমে এলো৷ সৃজিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত নিজের ব্যাগটা খুলল৷ ব্যাগ থেকে ছোট্ট তাবিজের মতো কিছু একটা বের করলো। সেটা সুতো দিয়ে বেঁধে দিলো সৃজিয়ার বাম হাতে৷ পকেট থেকে লেবু দুটো বের করে সৃজিয়ার দু'হাতের মুঠোয় রাখল। এসব অবাক হয়ে দেখল আরমান সাহেব৷ তিনি কিছুই বুঝতে পারছেন না৷ তাঁর মাথাটা কেমন জানি গুলিয়ে গিয়েছে৷ তুষার সৃজিয়ার বিছানার কাছে বসলো। ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর গলা দিয়ে৷ আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল,
-আঙ্কেল! আপনার মেয়েকে যে তাবিজ করা হয়েছিল সেটা কি আপনারা জানতেন?
আরমাস সাহেবের ভ্রু কুচকে এলো৷ বলল,
-তাবিজ? সেটা আবার কী?
তুষার কিছু সময় চুপ থেকে বলল,
-আপনার মেয়েকে অন্য কেউ তার বশে নিয়ে গিয়েছে৷ অশরীরী কিছু দিয়ে আপনার মেয়ের ক্ষতি করতে চাচ্ছে৷ কিন্তু তারা যে সৃজিয়াকেও বশ করে রেখেছিল সেটা আমি বুঝতেই পারিনি৷ এ জন্যেই মেয়েটা আমার চোখের দিকে তাকাতে পারতো না।
আরমান সাহেব ক্লান্ত স্বরে বললেন,
-আমি কিছুই বুঝতে পারছি না তুষার৷ একটু বুঝিয়ে বলবে প্লীজ৷
তুষার কিছুটা নীরব থেকে বলল,
-মেহরুমা নামে আপনার এক বোন আছেন৷ তাই না?
নামটা শুনতেই আরমান সাহেবের চেহারাটা পাল্টে গেল। কেমন জানি ফ্যাকাসে হয়ে গেল। তিনি চট করেই কিছু বলে ফেললেন না৷ চুপ করে থাকলেন। তুষার বলল,
-আপনাদের মাঝে কিসের ঝামেলা তা আমি জানি না। তবে উনিই যে কিছু একটা করেছেন তা নিশ্চিত৷
-মানে? কী করেছে?
-বশ৷ আপনার মেয়েকে বশ করেছেন৷ অশরীরী দ্বারা তা ক্ষতি করছেন৷
আরমান সাহেব মাথায় হাত দিয়ে বসলেন। বললেন,
-মেহরুমা এতোটা নিচে নেমে গিয়েছে? ছিহ!
তুষার বলল,
-উনি কোনো কবিরাজের সাহায্য নিয়েছেন হয়তো৷ এরপর প্রথমে নেহা, এরপর সৃজিয়াকে নিজের বশে করে নিয়েছেন৷ তারপর অশরীরী কোন খারাপ ভূতকে আপনার মেয়ের হৃদপিণ্ডের সাথে বেঁধে দিয়েছে। সেই ভূতটি ধীরে ধীরে আপনার মেয়েকে মেরে ফেলতো৷
এতটুকু বলে খানিকটা থামল সে৷ তারপর আবার বলতে থাকলো,
-আপনার মেয়ে নেহার শরীরে যে অশরীরীটি আছে নাম ম্লোরা। এদের গোত্রের নাম দামুডি৷ অনেক পুরনো গোত্র এদের৷ এরা মানুষের হৃদপিণ্ড খেতে পছন্দ করে৷ তবে নিজ থেকে এরা মানুষের ক্ষতি করে না৷ কেউ যদি এদেরকে মানুষের হৃদপিণ্ড উপহার স্বরূপ দেয় তবে এরা খুব খুশি হয় এবং যে উপহার দেয় তার গোলামী করতে শুরু করে৷ তাকে প্রভু মানে এরা৷ সেই বংশীয় এক অশরীরী, যার নাম ম্লোরা, তাকে আপনার মেয়ের হৃদপিন্ডের সাথে বেঁধে দেওয়া হয়েছে। নেহা মেবি একদিন ঘর থেকে পালিয়ে গিয়েছিল। পরেরদিন ভোরে তাকে অজ্ঞান অবস্থায় আপনাদের বাসার সামনে পান, তাই না?
আরমান সাহেব আনমনে বললেন,
-হ্যাঁ। বাসার সামনে অজ্ঞান অবস্থায় পাই ওকে৷
-সেই দিনই নেহার বড়সড় ক্ষতিটা হয়ে যায়৷ ওর হৃদপিণ্ডের সাথে ম্লোরাকে বেঁধে দেয়া হয়৷ এর আগে কেবল সাধারণ অশরীরী দ্বারা আপনার মেয়েকে তারা বশ করে নিয়েছিল এবং নিজের মতো করে চালাতো।
আরমান সাহেব বললেন,
-এই সব আমার বোন মেহরুমা করেছে?
-জ্বী। আমার এমনটা সন্দেহ হচ্ছে৷
-তোমার কোথাও ভুল হচ্ছে না তো?
-তা বলতে পারছি না৷ তবে আমি নব্বই ভাগ নিশ্চিত যে উনিই করেছেন।
-এতোটা নিশ্চিত হয়ে তুমি বলছো কী করে?
তুষার মাথা নামিয়ে নিলো৷ কিছু সময় চুপ থেকে বলল,
-সেটা আমার সিক্রেট আঙ্কেল। এই বিষয়ে আপনাকে বলা যাবে না৷ তবে আমার কথা সত্য এবং আপনাকে তা মেনে নিতেই হবে।
-আচ্ছা৷ তা বুঝলাম। কিন্তু সে সৃজিয়াকে কেন বশ করতে গেল৷
-কি জানি। হয়তো সৃজিয়ার দ্বারাই তিনি নেহার এতো কাছে পৌঁছাতে পেরেছেন।
-এখন? এসবের সমাধান কী?
তুষার কিছু সময় চুপ থেকে বলল,
-সমাধান তো একটা আছেই৷ তবে আমাকে আগে নেহার দেহ থেকে ম্লোরাকে মুক্ত করতে হবে৷
আরমান সাহেব কিছুটা এগিয়ে এলেন৷ বললেন,
-তা কি তুমি পারবে?
তুষার আরমান সাহেবের দিকে সরাসরি তাকালো। তারপর মৃদু হেসে বলল,
-পারবো। তবে কিছু ভয়ের ব্যাপার আছে।
-ভয়? কিসের ভয়?
তুষার এবারেও খানিকটা চুপ থেকে বলল,
-দুটো ব্যাপার আছে ভয়ের৷ প্রথমটা হলো, নেহার হৃদপিণ্ড থেকে বাঁধটা খোলার সময় যদি একটু এদিক সেদিক হয় তবে হয়তো ব্যতিক্রমী কিছু ঘটতে পারে৷
-ব্যতিক্রমী কিছু কী?
-সেটা আমিও বলতে পারছি না। তবে যা ঘটবে তা অবশ্যই খারাপ ঘটবে৷ দ্বিতীয় ব্যাপারটা হলো, এই অপারেশনটা করার সময় হয়তো ম্লোরা নামক অশরীরীটি মারা যেতে পারে। তা হলে সবচে বড় সর্বনাশটি ঘটবে। পুরো অশরীরী জগৎটা তখন আপনার মেয়ের বিরুদ্ধে চলে যাবে৷ তারা আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে এবং তার বলি দিবে তাদের দেবতার কাছে।
-কী বলছো এসব? এসব কি আদৌ ঘটে?
তুষার হাসলো৷ বলল,
-আমরা যা দেখি কেবলই তা-ই বিশ্বাস করি। অদেখা কিছুর উপর বিশ্বাস করি না সহজে৷ অথচ আমাদের অগোচরে এমন কতো কিছুই ঘটে যায়৷ এই যেমন আপনার মেয়েকে যে বশ করেছে, কীভাবে করেছে? ওরা অতো দূরে থেকে কীভাবে এমন জঘন্য কাজটি করেছে?
-কীভাবে?
-বললে আপনি বিশ্বাস করবেন না৷ তবুও বলছি। আপনাদের ঘরে অশরীরী কিছুকে ওরা ওখান থেকেই পাঠিয়েছে৷ আপনাদের অগোচরেই সেই অশরীরী এসে এই কাজটা করে গিয়েছে৷
-কিন্তু তুমি যে বললে দেবতার কথা?
-হ্যাঁ। অবশ্যই তার দেবতার পূজা করে৷ আচ্ছা, এসব বাদ দিন। এগুলো শুনলে আপনার মাথা ঘুরাবে৷ আমাদের এখন দুটো কাজ করতে হবে৷ প্রথমত নেহার শরীর থেকে ম্লোরাকে ছাড়াতে হবে৷ দ্বিতীয়ত মেহরুমা বাড়িতে যেতে হবে৷ এরপর হয়তো...
তুষার কথাটা বলে শেষ করতে পারলো না৷ ঠিক তখনই সৃজিয়া কেশে উঠল। তুষার দ্রুত বলল,
-আঙ্কেল, কিছু একটা আনুন৷ ও বমি করবে এখন৷
আরমান সাহেব চট করে অপ্রস্তুত হয়ে গেলেন৷ কথাটার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না৷ তারপরও নিজেকে সামলিয়ে নিয়ে তিনি ভেতরের রুমে চলে গেলেন৷
.
সৃজিয়া গলগল করে বমি করে দিলো। মেয়েটাকে কেমন ক্লান্ত লাগছে৷ তুষার আরমান সাহেবকে বলল,
-আঙ্কেল, সৃজিয়ার কাছে কাউকে বসিয়ে আপনি একটু আমার সাথে নেহার ঘরে আসুন৷ কাজটা আজই সেরে ফেলি। যতো দেরি হবে ততোই ঝামেলা বাড়বে৷
কথাটা বলে সে সৃজিয়ার হাত থেকে তাবিজটা খুলে নিলো৷ লেবু দুটোও নিয়ে নিলো৷ ব্যাগ সহ ফিরে এলো নেহার ঘরে। আসতেই দেখল নেহার ঘর অন্ধকার৷ কেমন স্যাঁতসেঁতে একটা গন্ধ আসছে৷ তখনই চট করেই নেহার ঘরের বারান্দার দরজাটা খুলে। ঠাশ করে একটা শব্দ হলো৷ কেউ যেন দৌড়ে পালিয়েছে এমন৷ তুষার চেঁচিয়ে উঠল। দৌড়ে গেল বারান্দার দিকে। কিন্তু সামনে কিছু দেখতে পেল না আর৷ তুষার কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে থাকল। এরপর রুমে আসতেই দেখল আরমান সাহেব রুমে ঢুকছেন। তিনি ঢুকেই খানিকটা অবাক হয়ে বললেন,
-কী ব্যাপার? লাইট নিভিয়েছে কে?
এই বলে তিনি লাইট জ্বালালেন৷ লাইটের আলো পড়তেই অদ্ভুত একটা স্বর ভেসে এলো। কেউ কান্না করছে যেন৷ বিছানার দিকে তাকিয়ে অবাক হলে আরমান সাহেব। অবাক স্বরে বললেন,
-আরেহ! নেহা কই? বিছানাতেই তো ছিল। কোথায় গিয়েছে মেয়েটা?
তুষার ভালো করে চারপাশে দেখলো। নেহাকে পাওয়া গেল না৷ খাটের নিচে তাকাতেই দেখল নেহা নিচে ফ্লোরে শুয়ে আছে। একদম সোজাসুজি তাকিয়ে আছে তুষারের দিকে৷ তুষার হাসলো। বলল,
-আমাকে ভয় দেখানো এতো সহজ নয় ম্লোরা। বেরিয়ে এসো।
আরমান সাহেব মাথা নিচু করে দেখলেন। ম্লোরা তখনও বের হলো না। তুষার বলল,
-তুমি নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গিয়েছো আমার ক্ষমতা সম্পর্কে। আমাকে বারবার ক্ষমতা প্রদর্শনের জন্যে বাধ্য করো না। সমস্যা কিন্তু তোমারই হবে৷
কথা শুনেই কেমন জানি ভিতু হয়ে তাকালো ম্লোরা। ধীরে ধীরে বেরিয়ে এলো সে। তুষার বলল,
-বিছানায় বসো।
আরমান সাহেব বললেন,
-ও তো নেহা৷
-নেহার দেহ। তবে নেহা নয়। এটা ওই ম্লোরা নামক অশরীরীটা৷
তুষার থামলো। ম্লোরাকে দেখল খানিক। বলল,
-কে এসেছিল এই ঘরে?
ম্লোরা চুপ থাকল। তুষার ওর পাশে বসলো। বলল,
-কে এসেছিল বলবে? নাকি আমি জোর করে জেনে নিবো?
ম্লোরার সেই স্বরটা ভেসে এলো,
-লুইফ এসেছিল।
-লুইফ কে?
ম্লোরা খানিকটা নীরব থাকলো। কথাটা বলতে যেন ইতস্তত করছে সে৷ তুষার বলল,
-বলো সে কে? আমি তোমার উপকার করার চেষ্টা করবো ম্লোরা।
ম্লোরা বলল,
-সে লুইফ। আমার প্রেমিক।
তুষার সীমাহীন অবাক হলো। বলল,
-সারাক্ষণ তো প্রভুর গোলামিই করো। প্রেম করার সময় পাও কখন?
ম্লোরা মাথা নিচু করে নিলো৷ অনেকটা সময় পর বলল,
-আমি আমাদের গোত্রের সাথে একবার ভ্রমনে বের হয়েছিলাম৷ স্বভাবত আমি কিছুটা চঞ্চল এবং দুষ্ট প্রকৃতির ছিলাম। তাই এদিকে ওদিক একটু বেশিই ঘোরাঘুরি করছিলাম৷ ঠিক এ কারণেই আমি দলচ্যুত হই৷ রমেশ নামের একজন আমাকে ধরে ফেলে। আঁটকে রাখে৷ এরপর আমাকে নিজের গোলাম বানিয়ে নেয়৷ রমেশের আড্ডাতেই আমি লুইফকে দেখি৷ সে রমেশের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে ছিল। পরে জানতে পারলাম রমেশ নাকি লুইফকেও আমার মতো করে কিডন্যাপ করে নিয়ে আসে এবং নিজের গোলামি করায়৷ একদিন হঠাৎই লুইফ আমাকে দেখে ফেলে৷ সেই প্রথম দেখায় আমাদের প্রেম হয়৷ মালিকের অগোচরে আমাদের দৃষ্টি প্রেম চলতেই থাকে৷ লুইফ কথা দিয়েছিল, সে আমাকে মুক্ত করে নিবে এবং আমরা দু'জন এখান থেকে পালিয়ে যাবো৷ আজ সেই বিষয়ে কথা বলতেই এসেছে সে।
তুষার বলল,
-তোমাদের কী মনে হয়? তোমরা তা পারবে?
ম্লোরা মাথা নিচু করে রাখল৷ তুষার বলল,
-তোমাদের দ্বারা তা সম্ভব নয়৷ কারণ রমেশ নামক তোমাদের মালিক তোমাদেরকে অদৃশ্য সুতা দ্বারা আঁটকে রেখেছে৷ তোমরা যতদূরেই যাও না কেন ওর হাত থেকে বাঁচতে পারবে না৷ তবে...
ম্লোরা নিজেও জানে তা সম্ভব নয়। তবুও লুইফ বলেছে বলে মনের ভেতর থেকে ভীষণ আগ্রহ জাগছে। সে মাথা উঁচিয়ে দেখল তুষারকে। যেন তুষারের কথার টানে যেন বিন্দুমাত্র আশার আলো পেয়েছে। তুষার বলল,
-তবে তুমি যদি আমার কথা রাখো তবে আমি তোমাকে সাহয্য করতে পারবো৷
-কেমন কথা?
তুষার কিছু সময় চুপ থেকে বলল,
-তোমাদের ওই রমেশকে মেরে ফেলতে হবে৷
ম্লোরার চোখ বড়বড় হয়ে গেল। সে বলল,
-আমি কীভাবে আমার মালিককে খুন করবো? আপনি এসব কী বলছেন?
-সে তোমার মালিক নয়৷ তোমাদের ব্যবহার করছে সে৷ তোমাদের দ্বারা সে মানুষদের ক্ষতি করছে৷ এই যে তুমি যার দেহে আছো, তার নাম জানো? তার নাম নেহা। সে ইমন নামের একটা ছেলেকে ভালোবাসতো৷ দু'জনের প্রগাঢ় ভালোবাসা ছিল৷ সেই ভালোবাসার মধ্যে বাঁধ হয়ে দাঁড়ায় ইমনের মা। তিনি যখন জানতে পারেন তাঁর ভাইয়ের মেয়ের সাথে তাঁর ছেলে প্রেম করছে, তখন তিনি কোনো ভাবেই ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি৷ এ জন্যেই তিনি রমেশের সাহায্যে তোমাকে দিয়ে নেহার ক্ষতি করাতে চায়৷ যাতে নেহা এবং ইমনের প্রেম ধ্বংস হয় এবং তিনি তাঁর ছেলেকে নিজের পছন্দমতো কোথাও বিয়ে দেন। এ জন্যেই আজ তুমি নেহার শরীরে৷ বুঝতে পেরেছো?
ম্লোরা অবাক হয়ে তাকালো তুষারের দিকে। আরমান সাহেবও। তিনি ভাবছেন এই ছেলে এই কথা কীভাবে জানলো৷ তাঁর অবাক হওয়ার সীমা থাকলো না৷ হঠাৎই ম্লোরা বলে উঠল,
-ইমনের মা এমনটা কেন করলো? তিনি রাজি হননি কে?
তুষার কিছু সময় চুপ থেকে বলল,
-উনার সাথে উনার বড় ভাইয়ের কিছুটা পারিবারিক ঝামেলা ছিল হয়তো৷ তাই৷
ম্লোরা খানিকটা ধিক্কারের স্বরে বলে,
-তোমাদের মানুষদের মাঝে কতো ঝামেলা৷ আমাদের ওখানে প্রেমকে সাদরে গ্রহণ করে নেওয়া হয়৷ আমরা ঝামেলা করি না। সব কিছু সহজে মেনে নেই৷
তুষার খানিকটা হাসলো৷ বলল,
-এ জন্যেই তোমরা অশরীরী। আর আমরা মানুষ। এখন বলো তো! আমার শর্তে রাজি আছো?
ম্লোরা কিছু সময় চুপ থাকল৷ অনেক্ষন ভাবার পর বলল,
-আচ্ছা। ঠিক আছে৷ আমি রাজি৷
তুষার কিছু বলল না আর। উঠে গিয়ে রুমের দরজা-জনালা লাগিয়ে দিল। ব্যাগ থেকে একটা ছক বের করে নিলো। মেঝেতে একটা বড় বৃত্ত আঁকলো৷ ম্লোরাকে সেখানে বসতে বলল। ম্লোরা এসে বসলো৷ তুষার চারটা মোম বের করলো ব্যাগ থেকে। লাইটার দিয়ে মোম গুলো জালিয়ে বৃত্তের চারদিকে চারটা রাখল। এরপরে ব্যাগ থেকে ছোট্ট একটা প্যাকেট বের করলো৷ প্যাকেটটাতে সাদা আটার মতো কিছু একটা ছিল৷ তুষার তা দিয়ে বৃত্তের সামনে একটা ক্রস চিহ্ন আঁকল। এরপর সোজা একটি এরো চিহ্ন আঁকল৷ এরো চিহ্নের সামনে বরাবর একটা গোল বৃত্ত আঁকলো ছক দিয়ে৷ আরমান সাহেবকে সেখানে বসতে বলল। আরমান সাহেব বললেন,
-আমি এখানে কেন বসবো? আমি তো এসবের কিছু জানি না৷
তুষার হাসলো। বলল,
-ছোট্ট একটা বাঁধও বুঝি খুলতে পারবেন না?
-বাঁধ?
-হ্যাঁ। বসুন। আমি দেখিয়ে দিচ্ছি৷
আরমান সাহেব বসলেন। তুষার তাঁর সামনে ছোট্ট একটা আয়না রাখলো৷ বলল,
-এই আয়নায় আপনি একটি সুতো ও একটি বাঁধ দেখতে পাবেন৷ সেটা হৃদপিণ্ডে বাঁধা অবস্থায় থাকবে৷ আপনাকে সেই বাঁধটা খুলতে হবে৷ তবে খুব সাবধানে। ধীরে ধীরে খুলবেন৷ এতো তাড়াহুড়ো করার কিছু নেই। এতোটুকু কি করতে পারবেন না?
উনি খানিকটা ইতস্তত করে বললেন,
-যদি বাঁধ খুলতে সমস্যা হয় তবে?
তুষার সামনের এরো চিহ্নটা দেখিয়ে বলল,
-যদি বাঁধ খুলতে সমস্যা হয় তবে এখান থেকে কিছুটা গুড়ি হাতে মেখে নিবেন৷ তখন দেখবেন বাঁধ খোলাটা অনেকটা সহজ হয়ে যাবে।
-আচ্ছা।
-আপনি এখানে বসেই চোখ বন্ধ করে রাখবেন৷ আমি সাত পর্যন্ত গুনবো। তারপর আপনি চোখ খুলে নিচের আয়নাটা দেখবেন। কেবল আয়নাটাই। এদিক সেদিক একদমই তাকাবেন না৷ তাকালে হয়তো আপনি ভয় পেয়ে যাবেন৷ কারণ তখন চারপাশের অবস্থানটা পাল্টে যাবে৷ আমি নিচের দিকে তাকিয়ে কাজটা করে যাবেন৷ আয়নার মাঝে হাত রাখতেই দেখবেন আয়না গলে আপনার হাতটা ভেতরে চলে গিয়েছে। এসব নিয়ে এতো বেশি ভাববেন না৷ কেবল কষ্ট করে বাঁধটা খুলে নিবেন৷ কী? পারবেন না?
আরমান সাহেব রুমাল দিয়ে কপাল মুছে বলল,
-হ্যাঁ, অবশ্যই পারবো৷
তুষার কিছু বলল না আর৷ উঠে গিয়ে ম্লোরার বৃত্তের পেছনে আরেকটা বৃত্ত আঁকলো৷ নিজে গিয়ে সেখানে বসে পড়ল। পুরো রুম অন্ধকার। আরমান সাহেব চোখ বন্ধ করে আছেন। ম্লোরা বৃত্তের মাঝখানে বসে আছে৷ সে অবাক হয়ে সামনের মানুষটিকে দেখছে। এই মানুষটি বেশ কয়েকবার দেখেছে সে৷ ইনি হয়তো নেহা নামক মেয়েটার বাবা৷ নেহা মেয়েটা খুব ভাগ্যবতী। সে এমন একজন বাবা পেয়েছে। ম্লোরার খানিকটা দুঃখ হলো৷ তার বাবা নেই৷ আছে কি না তাও জানে না৷ জন্মের পর থেকেই কেবল মাকে দেখেছে৷ বাবাকে দেখেনি৷ ম্লোরার ভীষণ মন খারাপ হলো৷ এতোদিন তার সামনের মানুষটি নেহা মেয়েটার জন্যে কতো কেঁদেছেন, কতো সেবা যত্ন করছেন তার সবটাই ম্লোরা জানে৷ তার সামনেই সব ঘটেছে৷ এসব দেখে তার মায়া হলো ভীষণ। মনে মনে সে নেহার বাবাকে নিজের বাবার মতো মনে করলো৷ ভাবলো, তার বাবা থাকলে সেও হয়তো এভাবে তার যত্ন করতো৷ ম্লোরা চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকলো৷ মুগ্ধ হয়ে কাঁচাপাকা চুলওয়ালা মানুষটাকে দেখল। ঠিক তখনই শুনতে পেল তুষার নামক ছেলেটার স্বর৷ "সাত, ছয়..."। এই ছেলেটাকেও ম্লোরার ভীষণ অদ্ভুত লেগেছে৷ এখানকার কেউই তাকে চিনতে পারলো না৷ অথচ এই ছেলেটা একবার দেখতেই চিনে গেল! দেখে মনে হচ্ছে ছেলেটার মাঝে কিছু একটা আছে৷ অদ্ভুত কিছু। তা না হলে তার গোত্র সম্পর্কে সে জানলো কীভাবে? সাধারণ মানুষের পক্ষে তা জানা এক প্রকার দুরূহ ব্যাপার৷ ছেলেটা যখন তার দিকে তাকিয়েছিল তখনই কেমন গা গুলিয়ে উঠল তার৷ সে কোনো ভাবেই ছেলেটার চোখে চোখ রাখতে পারছিল না৷ চোখাচোখি হলেই তার গা কেঁপে উঠতো৷ আরেকটা ব্যাপার হলো ছেলেটা মোটেও ভয় পায় না৷ এই ব্যাপারটা ম্লোরাকে ভীষণ আশ্চর্যিত করলো৷ ম্লোরা বসে বসে এই ব্যাপার গুলোই ভাবছিল। ঠিক যখন তুষারের কণ্ঠে " তিন, দুই, এক" শুনতে পেল তখনই থেমে গেল সে। চোখ বড় বড় হয়ে এলো তার৷ মাথাটা কেমন জানি ঘুরিয়ে উঠল। মনে হলো কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে৷ অদূরে অন্ধকার কোথাও ঠেলে দিচ্ছে তাকে৷ তার মনে হলো সে মারা যাবে৷ তার গলাটা শুকিয়্র আসছে। চারপাশটা হঠাৎই কেমন ভয়ংকর লাগপ ম্লোরার কাছে৷ ম্লোরা চিৎকার দিয়ে উঠল৷ কাঁদতে থাকলো সে৷ অসহ্য যন্ত্রণা হতে লাগলো তার৷ দম বন্ধ বন্ধ লাগছিল। এর কিছু সময় পরই তার শরীরটা কেমন ক্লান্ত হয়ে এলো৷ কেমন অসাড় একটা ভাব তাকে গ্রাস করে নিলো৷ তার চোখ জোড়া দ্রুতই বন্ধ হয়ে এলো৷
.
তুষার দ্রুত গাড়িটা চালালো৷ তার পাশের সিটে আছে আরমান সাহেব৷ তিনি তুষারকে পথ দেখিয়ে দিচ্ছেন৷ তুষার পেছনে দেখল একবার৷ ম্লোরা অচেতন অবস্থায় অবস্থায় পড়ে আছে পেছনের সিটে৷ কেমন জানি লাগছে ম্লোরাকে৷ আশ্চর্য! মেয়েটা মারা গেল নাকি! যদি তা-ই হয় তবে মস্তবড় সমস্যা হয়ে যাবে৷ তুষার সময় দেখলো৷ আর দশ মিনিট বাকি আছে। এই সময়ের ভেতরে ম্লোরার জ্ঞান না ফিরলে ধরে নিতে হবে সে মারা গিয়েছে। তুষারকে ভীষণ চিন্তিত দেখালো৷ সে কিছু সময় পর পর পেছন তাকিয়ে দেখতে থাকলো ম্লোরাকে। সমস্যাটা করেছে আরমান সাহেব৷ তিনি বাঁধ খুলতে দেরি করে ফেলেছেন৷ তাই মেয়েটা বেশি দূর্বল হয়ে গিয়েছে। এখন এর জ্ঞান না ফিরলে হয়তো নেহার বাঁচার আশাটা ছেড়ে দিতে হবে৷ আরমান সাহেব বলে উঠেলন,
-বামের গলি দিয়ে ঢুকে ডান পাশের বাড়িটা হচ্ছে মেহরুমার বাড়ি।
তুষার বামের গলি দিয়ে ঢুকে ডান পাশের বাড়িটার সামনে গাড়ি পার্ক করালো। ঠিক তখনই কবিরাজ টাইপ এক লোক বেরিয়ে গেল ওর সামনে দিয়ে৷ তাহলে ইনিই কি সেই রমেশ! তুষার ভাবার সময় পেলো না৷ সে দ্রুত গাড়ি থেকে বের হলো৷ ম্লোরাকে কোলে তুলে নিলো। কোলে নিতেই তার গা থেকে স্যাঁতসেঁতে গন্ধটা আসতে থাকলো। এদের গায়ের গন্ধটা জঘন্য। তুষারের বমি বমি ভাব লাগল৷ সে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখল৷ ম্লোরাকে নিয়ে গাড়ি থেকে নেমে কয়েক পাঁ এগোতেই থমকে দাঁড়ালো সে৷ গাড়ি থেকে অবাক হয়ে দেখলেন আরমান সাহেব। তুষার দু'হাতে ভারী কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে যেন৷ কিন্তু ওর হাতে কিছুই দেখা যাচ্ছে না৷ হাত খালি৷ তিনি গাড়ি থেকে নামবেন কি নামবেন না এই বিড়ম্বনায় পড়ে বসে থাকলেন৷ দেখলেন তুষার হঠাৎই থেমে গেল এবং সামনের দিকে তাকিয়ে থাকলো অবাক হয়ে৷ আরমান সাহেব সামনে দিকে কিছুই দেখলেন না৷ তাহলে তুষার হঠাৎ থেমে গেল কেন? তিনি গাড়ি থেকে নামলেন৷ তখনই যেন তিনি ওই প্রাণিটাকে দেখতে পেলেন৷ স্বচ্ছ কাঁচের মতো কিছু একটা৷ সেটা দৌড়ে আসছে তুষারের দিকে৷
তুষার ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকলো৷ ও দেখলো সামনে থেকে ওই দানবটা দৌড়ে আসছে৷ ও কিছুটা অবাক হলো৷ এটা কি লুইফ? তার দৌড়ে আসার ভাব দেখেই বুঝা যাচ্ছে সে লুইফ৷ সে তুষারের হাতের দিকে তাকিয়ে আছে৷ ম্লোরাকে দেখছে হয়তো। তাহলে এটাই আজ সৃজিয়ার উপর ভর করেছিল তখন? ছাদে তাহলে লুইফের সাথেই লড়াই হয়েছিল তুষারের? তুষারের অবাক হওয়ার সীমা থাকলো না৷ সে লুইফ নামক দানবটাকে দেখতে দেখতে থাকলো। সে তার বিশাল দেহ নিয়ে দৌড়ে আসছে৷ হঠাৎ থেমে গেল লুইফ৷ সে চিৎকার দিয়ে উঠল৷ সে সামনের দিকে আসতে পারছে না আর৷ তুষারকে সে চিনে গিয়েছে৷ তাই ভয়ে আসতে পারছে না৷ তুষার ম্লোরাকে নিচে নামিয়ে রাখলো৷ তারপর হাত ব্যাগটা গিয়ে গাড়িতে রেখে আসলো। ব্যাগে লেবু আছে। সেই ভয়ে হয়তো লুইফ এগিয়ে আসতে পারছে না৷ তুষার ম্লোরার কাছে গেল। গিয়ে দেখলো লুইফ চলে এসেছে ম্লোরার কাছে৷ ম্লোরার মাথাটা নিজের কোলে নিয়ে সে কী জানি বলছি। ভাষাটা বুঝতে পারলো না তুষার৷ সে দেখলো ম্লোরা অল্প অল্প করে চোখ মেলছে। চোখ মিলে লুইফকে দেখতেই সে অবাক হয়ে তাকিয়ে থাকলো। চোখ ফেরাতে পারছে না যেন সে৷ তার বিশ্বাসই হচ্ছে না যে সে লুইফের কোলে মাথা রেখে শুয়ে আছে৷ তার কতোদিনের স্বপ্ন ছিল, তুষারের কোলে মাথা রাখবে সে৷ খুব আরামে ঘুম যাবে সেখানে। লুইফ ম্লোরার মাথায় হাত রাখলো৷ তারপর ম্লোরার ঘাড়ের কাছে দু'হাত দিয়ে ধরে ম্লোরাকে কিছুটা উপরের দিকে তুলে নিলো৷ নিজের ঠোঁটটা নামিয়ে নিলো ম্লোরার ঠোঁটের কাছে৷ তুষার চোখ ফিরিয়ে নিলো৷ সে আরমান সাহেবকে বলল,
-কতো তলায় বাসা আঙ্কেল?
আরমান সাহেব এগিয়ে এসে বললেন,
-চতুর্থ তলা৷
তুষার আর অপেক্ষা করলো না৷ বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়লো দ্রুত৷ লিফটে উঠল। চতুর্থ তলায় আসতেই দেখল লিফটের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন৷ তাঁর সাথে ব্যাগপত্র সব গোছানো৷ মহিলাটির পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে৷ তুষারের কেন জানি এদের খুব পরিচিত মনে হলো৷ তুষার লিফট থেকে বের হয়ে এলো৷ ওর পেছন পেছন বেরিয়ে এলো আরমান সাহেব৷ তিনি চোখ মুখ লাল হয়ে তাকিয়ে আছেন সামনের মহিলাটির দিকে। মহিলাটি মাথা নিচু করে আছে৷ কোনো কথা বলছেন না তিনি৷
.
মেহরুমা মেঝেতে বসে আছেন৷ আরমান সাহেবের পাঁয়ের কাছে৷ আরমান সাহেব মুখটা কাঠিন করে বসে আছেন৷ তুষার ইমনকে ডাক দিলো৷ বলল,
-কোন রুমে থেকে তোমার মা এসব কুকর্ম করেছিলেন?
ইমন ছেলেটা হয়তো এই কথাটা তুষারের মুখ থেকে আশা করেনি৷ তার মুখ কালো হয়ে এলো৷ তবুও কিছু বলল না সে৷ তুষারকে নিয়ে গেল ওই ঘরে৷ রুমে ঢুকতেই তুষার দেখলো দুটো পুতলকে শুইয়ে রাখা হয়েছে একটা কাঠের উপর৷ ছোট্ট ছোট্ট দুটো মেয়ে পুতুল। তুষার পুতুল দুটো হাতে নিলো৷ ভালো করে দেখলো ওদের৷ ইমনকে বলল,
-নেহাকে পছন্দ করো তাই না?
ইমন অপ্রস্তুত হয়ে পড়লো৷ কী বলবে ভেবে পেল না৷ তুষার বলল,
-এই পুতুলটা দেখো, এটা হচ্ছে নেহা৷ নেহাকে বশ করেছে এই পুতুল দ্বারা৷ দেখ, এর বুক বরাবর সেলাই করা।
ইমন খুব আগ্রহ নিয়ে দেখলো পুতুলটককে৷ তুষারও৷ কিন্তু হঠাৎই ওর চোখ গেল মেঝেত। দেখলো একটা ছেলে পুতুল৷ সে ভীষণ অবাক হলো। সেটা কুড়িয়ে নিতেই ইমন বলল,
-এটা হচ্ছি আমি। আমার মা আমাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন৷
তুষার অবাক হয়ে দেখলো৷ তার বিশ্বাস হচ্ছে না৷ কোনো মা এমন কাজ করতে পারে৷ সে পুতুল তিনটা এবং ওই ঘরের সব জিনিস পুড়িয়ে দিল৷ ইমনকে বলল,
-তোমার মা আর জীবনেও এই কাজ করতে পারবে না৷ এই ব্যবস্থা করে দিলাম।
এই বলে কি জানি পড়ল সে৷ তারপর হুট করেই হাতে তালি দিলো৷ ইমন কিছুই বুঝল না৷ সে অবাক হয়ে তাকিয়ে থাকলো।
তুষার ইমনকে নিয়ে বসার ঘরে এলো৷ দেখলো মেহরুমা ঠিক আগের মতোই আরমান সাহেবের পাঁয়ের কাছে বসে আছেন। কাঁদছেন৷ তুষার আরমান সাহেবের পাশে বসে নিজে পকেট থেকে একটা কার্ড বের করলো৷ কার্ডে একটা নাম্বার ছিল। কেবল একটা নাম্বারই৷ কার্ডের উপরে ছোট্ট করে লিখা বিকাশ৷ তুষার সেটা আরমান সাহেবের দিকে বাড়িয়ে দিলো। বলল,
-আঙ্কেল, পেমেন্টটা এই নাম্বারে বিকাশ করে দিবেন দয়া করে৷ কেমন?
আরমান সাহেব তুষারের দিকে না তাকিয়েই কার্ডটা নিলেন। তুষার কিছু সময় চুপ থেকে বলল,
-উনি উনার ছেলেকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন৷ সেখানে আপনার মেয়ে নেহা কিংবা সৃজিয়া তো কিছুই না৷ যাই হোক। আমার কাজ শেষ৷ বাকিটা আপনাদের পারিবারিক ব্যাপার। তবে আঙ্কেল, নেহার উপর বড়সড় একটা ধকল গিয়েছে৷ তাকে খুশি করার জন্যে হলেও নেহার সাথে ইমনের বিয়েটা দিবেন৷ এটা খুবই জরুরি৷ আপনার বোন আর জীবনেও এমন কিছু করতে পারবে না৷ আমি সেই ব্যবস্থা করে দিয়েছি৷ আমি নির্ভয়ে তাকে বিশ্বাস করতে পারেন৷ তিনি প্রতিহিংসার কবলে পড়ে এমন জঘন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্তই মানুষ সঠিক নেয় না৷ তিনিও নেননি। এই ব্যাপারটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন আশা করি৷ নতুন একটা ভোরের শুভেচ্ছা আপনাকে৷
এই বলে তুষার উঠে দাঁড়ালো। বলল,
-আমি তাহলে আসি।
আরমান সাহেব বলে উঠলেন,
-তোমার উপকারের মূল্য আমার কাছে নেই বাবা৷ তোমাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে৷
তুষার হাসলো৷ বললো,
-এটা আমার কাজ আঙ্কেল। ধন্যবাদের কিছু নেই৷ আসি তাহলে৷
আরমান সাহেব চট করেই বলে উঠলেন,
-ও হ্যাঁ। সৃজিয়া তোমাকে ওর সাথে দেখা করে যেতে বলেছে৷
তুষার হাসলো। কিছু বলল না৷ বাসা থেকে বেরিয়ে এল। বের হতেই একটা চড়ের শব্দ শুনলো সে৷ হয়তো কোনো বড় ভাই তার বিগড়ে যাওয়া বোনকে শাসন করছে৷ তুষার লিফটে চড়ে নিচে নেমে এলো৷ নামতেই দেখলো ম্লোরা আর লুইফ দাঁড়িয়ে। ম্লোরা ওর দিকে তাকিয়ে হাসলো৷ বলল,
-আমি আমার কথা রেখেছি৷ রমেশকে মেরে ফেলেছি৷
তুষার হাসলো। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে রেখে বলল,
-আজ ডিনারটা আমার সাথে করো। কেমন? তোমাদের পছন্দের মাছ ভাজা হবে আজ৷
ম্লোরা আর লুইফ হাসলো৷ কিছু বলল না৷ তুষার সিগারেট ধরিয়ে টান দিল। তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া বের করতে থাকলো৷ এরপর রাস্তায় বেরিয়ে রিক্সায় উঠে বসলো। স্বাভাবিক ভাবে দেখলে বুঝা যাবে যে তুষার একা একাই রিক্সায় চড়ে যাচ্ছে৷ কিন্তু কেউ যদি এর আড়ালের চিত্রটি দেখতো তবে ভয়ে কেঁপে উঠতো সবাই৷
.
সৃজিয়া ছাদে উঠে এলো। সন্ধ্যা এখনও হয়নি। হবে হবে ভাব৷ সে তার বড় মামাকে ফোন দিলো। রিঙ হতেই রিসিভ করলেন আরমান সাহেব। সৃজিয়া বলল,
-মামা, কী তোমার?
আরমান সাহেব বেশ স্বাভাবিক স্বরে বললেন,
-সব ঠিকঠাক আছে সৃজি।
-আচ্ছা৷ তুমি ঠিকাছো?
-হ্যাঁ৷ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
-আচ্ছা৷
এই বলে থামলো সে৷ আরমান সাহেব বললেন,
-কিছু বলবি?
সৃজিয়া কিছু সময় চুপ থেকে বলল,
-মামা, তুষার কি চলে গিয়েছে?
আরমান সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন৷ বললেন,
-হ্যাঁ৷ অনেক্ষণ হলো বেরিয়েছে। তোর কাছে যায়নি?
-উহু৷
-আমি বলেছি তো ওকে।
-আচ্ছা। ঠিকাছে মামা। সমস্যা নেই৷ তুমি কখন আসবে?
-আমি আসছি। পথে আছি।
-আচ্ছা। রাখি তাহলে।
সৃজিয়া ফোন রেখে দিলো৷ তারপর আকাশের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষন৷ সন্ধ্যার আকাশের লাল আভার মতো সৃজিয়ার চেহারাটাও কেমন জানি লাল হয়ে এলো৷ অল্প অল্প রাগ জমতে থাকলো তার চেহারায়৷ মনে মনে ভীষণ বকলো তুষারকে। "নিজেকে ভাবে কী ছেলেটা? খুব ভাব তার তাই? দেখা হোক আবার৷ এমন ভাবে টাইট দিবো যে তার ভাব সব উড়ে যাবে৷ দেখা হোক কেবল।"
সৃজিয়া চোখমুখ শক্ত করে থাকল কেবল। কিছু সময় পরই তার থমকে থাকা চেহারায় অপ্রত্যাশিত ঝড় নামলো৷ কোনো এক অজানা কারণে সৃজিয়া কান্না করে দিলো৷ অপ্রতিরোধ্য কান্নার বেগ৷ ইশ! গোধুলি লগ্নে এই সুন্দরী তরুণির এমন মায়ামাখা কান্নাটা যদি তুষার ছেলেটা দেখতো, তবে কি ছেলেটা পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারতো? দৌড়ে এসে কি জড়িয়ে ধরতো না? কি জানি৷ কার মনে কী চলে তা আল্লাহই ভালো জানেন৷
.
সমাপ্ত।
.

ভুলত্রুটি মার্জনীয়




বাংলা ছোট গল্প। Bangla Choto Golpo | Bangla Valobashar Golpo| Bangla Golpo| Bangla Vuter Golpo
তাসফি আহমেদের গল্প টল্প

Bangla Golpo-Bangla New Golpo-Bangla Choto Golpo-Bangla Love Story-Bangla Valobasar Golpo-বাংলা গল্প 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url