ভালোবাসার গল্পঃ প্রিয় ইতি সুখে থাকো তুমি। ভালোবাসার গল্পটি লিখেছেনঃ সাদ আহম্মেদ

 

ভালোবাসার গল্পঃ প্রিয় ইতি সুখে থাকো তুমি। ভালোবাসার গল্পটি লিখেছেনঃ সাদ আহম্মেদ


ভালোবাসার গল্পঃ প্রিয় ইতি সুখে থাকো তুমি। ভালোবাসার গল্পটি লিখেছেনঃ সাদ আহম্মেদ


সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন খুব সুন্দর একটা গন্ধ পেলামআমি জানি এই গন্ধটা কেন পাচ্ছি! এটা চেরী ফলের গন্ধআমার রুমমেট ইফতিকে জিজ্ঞেস করলাম, “সাত সকালে চেরী দিয়ে কি হবে?” ইফতি কিছু বলে নাআমার হাতে একটা চেরী ফল ধরিয়ে দেয়আমি হাসি এবং একটা ছোট্ট কামড় দেই কেমন যেন গন্ধ গন্ধ লাগে, তবুও খেয়ে ফেলিআজ সকালে আমার নাস্তা করা হবেনাহা্তে একটা পয়সাও নেইআম্মা চিটাগাং থেকে কাল ফোন করেছিলবলেছে আব্বুর এক্সিডেন্ট হয়েছে একটা ছোটখাটো এখন আম্মুর হাত খালি, তাই একটু কষ্ট করে যেন ম্যানেজ করে নেইআমি আম্মুকে অনেক উৎসাহ নিয়ে বলি, “কোন সমস্যা নাই মাআমি সব ম্যানেজ করে নিবো 

ইফতি আমাকে আরো দুটা চেরী খেতে দেয়আমি একটা খেয়ে আরেকটা রেখে দেইপরে ক্লাস করে এসে ক্ষুদা লাগলে খাবো আমাকে বলে, “দোস্ত আজকে ক্লাস করবোনা আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করি, “আজকে কি ইমার সাথে ডেটিং আছে?” ইফতি খেক খেক করে হাসে আমাকে বলে, “ইমা আমার সাথে আজকাল ভালোভাবে কথাও বলেনা বুঝলিকত রিকোয়েস্ট করছি আজকে দেখা করার জন্য!” 

আমি ইফতিকে বলি, “সমস্যা নাই দোস্তআরেকটা গার্লফ্রেন্ড বানায় ফেল ইফতি আমার কাধে একটা বাড়ি দেয়ওর কোন শব্দ পাইনা আর ঘরে আমি বুঝতে পারি আর রুমে নেই আমি আস্তে আস্তে জানালার ধারে হেটে যাইআমার রুমের জানালার পাশে একটা আম গাছ আছেআমি প্রতিদিন যখন ইফতি থাকেনা আম গাছের পাতায় হাত বুলাইআমার মনে হয় গাছটা আমাকে ভালোবাসেআমি যখনই গাছটা ছুয়ে দেই তখনই একটা ঝিরঝিরে হাওয়া বয়ে যায় আমার চারপাশে আমি মুগ্ধ হয়ে তাতে আশেপাশের সব কিছুর গন্ধ নেইআমার মনে হয় চারদিকে অনেক অনেক আলোএই আলো আমার অনেক ক্লান্তিকর জীবনটাকে অনেক সহজ করে দেয় 

আমার বন্ধু ইফতির কথা আপনাদেরকে বলিইফতি ছোটকালে পোলিও রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে হাটার ক্ষমতা হারিয়েছেআমি প্রায় সময় শুনি রাত্রেবেলা কাদে গুটুর গুটুর করে একদিন তো বিশাল কান্নাকাটি আমি খুব মন খারাপ করে পাশে বসে ছিলামওর কাধে হাত দিয়ে বলেছিলাম, “দোস্ত কাদিস কেন? কি হইছে?” আমাকে বললো, “আজকে ইমা আমাকে বলে ওর ফ্যামিলি নাকি আমাকে কোনদিন পছন্দ করবেনা আমাকে নাকি ওর বাসায় ল্যাংড়া বলে ডাকে এইরকম কাউকে বিয়ে করতে পারবেনা 

আমি ইফতিকে কিছু বলতে পারিনি সেদিনকি বললে ওর কষ্ট কিছুটা কমতো আমি জানিনাইমার সবচেয়ে পছন্দের খাদ্য হলো চেরী ফলআমাকে একদিন ইমার সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলো মেয়েটার কন্ঠটা কি মিষ্টি লাগলোআমি সেদিন ইফতির উপর বেশ ঈর্ষা বোধ করেছিলামইমা অবশ্য আমাকে পছন্দ করেনি একদম আমাকে বেশিরভাগ মানুষ পছন্দ করেনাআমি জানিনা কেন পছন্দ করেনাতবে আমার খুব ইচ্ছা করে প্রতিটা মানুষকে দেখতেমানুষ দেখতে নিশ্চয়ই অনেক সুন্দরসবচেয়ে বেশি লোভ জাগে নিজেকে দেখতেআমি কি দেখতে ভালো? আমাকে কি কোন এক মানবী একটাবারের জন্যও অপলক চোখে দেখে?এই প্রশ্নগুলো নিজের মনে যখন আসে তখন মনে হয় আমি খুব একা 

আমার চারপাশের অন্ধকার জগতের মাঝে আমি আরো বিলীন হয়ে যাই রুম থেকে যখন বের হয়ে ক্লাস যাবো ভাবছিলাম ঠিক তখন মনে পড়লো আজকে আমার একটা পরীক্ষা আছেজুনিয়র ব্যাচের একটা ছেলেকে প্রতিমাসে আমি কিছু টাকা দেই আমার হয়ে পরীক্ষায় লিখে দেয়ার জন্যপরীক্ষার আগের রাতে তাকে ফোন করে ম্যানেজ করে নিতে হয়ছেলেটার নাম সজীবছেলেটা আমাকে পছন্দ করেনা কারন আমি ওকে খুব বেশি টাকা দিতে পারিনামাসে হাজার টাকার থেকে বেশি কিছু দেয়ার সামর্থ আমার নেইপ্রতিবার যখন টাকাটা মাসের তারিখে ছেলেটার হাতে বুঝিয়ে দেই তখন সে প্রায়ই বলে, “ভাই পরের মাসে কিছু বাড়ায়া দিয়েনআপনে তো প্রতি সপ্তাহে দুই তিনটা কইর্যা পরীক্ষা দেন আমি কাচুমাচু হয়ে বলি, “চেষ্টা করি ভাইয়াদেখি পরের মাসে কি করতে পারি আজকে ক্লাসে যাওয়ার আগে আমাকে ফোন করতে হয় শুভকেশুভ আমার সবচেয়ে প্রিয় বন্ধুকারণ আমাকে কখনো করুণা করেনা, আমাকে আড়ালে কানাবাবা বলে ডাকেনা আর আমি একই ডিপার্টমেন্টে পড়িতাই ক্লাসের আগে ওকে আমি ফোন দেই

আমাকে রাস্তা পার করে ভার্সিটিতে নিয়ে যায়আমি শুভর প্রতি কৃতজ্ঞআমার সবচেয়ে সুন্দর সময় কাটে ক্লাস শেষ করে যখন আমি আর একসাথে বসে চা খাই আমার সাথে রাজ্যের নারীঘটিত আলাপ করে, কার সাথে কখন প্রেম করলো সব জানায়আমি চুপ করে শুনি, মাঝে মাঝে হুম হুম বলিআমারো তখন অনেক প্রেম করতে ইচ্ছা করেআমি একটা উদ্ভট কথা প্রায়ই ভাবিএমন যদি হতো, আমাদের সাথে একটা আমার মতই দৃষ্টিশক্তিহীন মেয়ে পড়েতাহলে হয়তো, আমাদের মধ্যে অনেক প্রেম প্রেম হতোকিন্তু এমন কাউকে পাওয়া যাচ্ছেনাপাঠক হয়তো ভাবছেন, আমার মত অন্ধ লোকের এত প্রেম করার শখ কেন? তাদের জন্য বলি, প্রেম সবার জন্য আপনাদের কাছে আমি হয়তো একজন কানাবাবা ছাড়া আর কিছুই না কিন্তু আমার মনটা অন্ধ নাআমার মন ভালোবাসা দেখতে জানে আমার বাবা মা আমাকে মনে হয় তেমন একটা ভালোবাসেনা, আমার কাছের মানুষরা আমাকে একটু কেমন যেন এড়িয়ে চলে

আমি যখন ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছি তখন থেকে মনে হতো, আমাকে কেউ ভালোবাসেনা কেন?অথচ আমার কত ইচ্ছা করতো আমার মা বাবা আমাকে অনেক আদর করুক, মাথায় হাত দিয়ে বলুক, “এটা আমাদের ছেলে অবশ্য আমি আমার বাবা মায়ের আসল ছেলে নাতাই আমাকে একটু অবজ্ঞা করবে এটাই স্বাভাবিক আমার তখন বয়স ছয় বছরআমার বাবা আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া তখন আমি ভয়ে ঘুম ভেঙ্গে উঠে আমার ঘরের দরজার কাছে যাইআমি শুনতে পাই বাবা বলছে, “এতিমখানা থেকে আর কাউকে পাইলানা, একটা ল্যাংড়া কানা বাচ্চা ধরে নিয়ে আসছো আমার মা কাদেবাবাকে বলে, “আমাদের তো কোন ছেলে মেয়ে হচ্ছিলোনাআমি কি জানতাম এই নিষ্পাপ শিশুর চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে?” বাবা গজগজ করে কি যেন বলেএর কিছুদিন পর আমার মায়ের কোলজুড়ে একটা নতুন জীবন পৃথিবীতে আসেতাই বাবা চাইতেননা আমি তাদের সাথে থাকিআমার মা আমাকে একটু একটু ভালোবাসতো তাই ফেলে দেয় নাইঅবশ্য আমার বোন হওয়ার পর মা আমাকে মাঝে মাঝে অনেক মারতেন

একদিন আমি আমার ছোট্ট বোনের নাকে হাত দিয়ে দুষ্টুমি করছিলামমা দেখে অনেক মারে আমাকে বলে, “খবরদার আমার বাচ্চার কাছে আসবিনা আমি আর কখনো তিতিনের কাছে যাইনিতিতিন অবশ্য আমাকে অনেক ভালোবাসে আমাকে দেখলে আমার চুল ধরে টানে মেয়েটা বড় হয়ে গেছে, তবুও এখনো এমনই করেওর সব বন্ধু বান্ধবীদের সাথে আমার পরিচয় করায় দেয় অনেক আদর করে বলে, “এই দেখ, এই সুইট ছেলেটা আমার ভাইয়াভাইয়া একটা হাসি দিয়ে দেখাতো আমি লজ্জা পাই, তবুও হাসি তিতিন ওর বান্ধবীদের বলে, “যারা আমার এই সুইট ভাইয়ার সাথে প্রেম করবি হাত তোল আমি জানিনা কেউ হাত তোলে কিনাপ্রায় মনে হতো, একবার জিজ্ঞেস করি তিতিনকে কেউ হাত তুলেছিলো কিনাজিজ্ঞেস করা হয়নি কখনো আমি আমার মা বাবার কাছে অনেক কৃতজ্ঞতারা আমার জন্য অনেক কিছু করেছেনএটা ঠিক আমাকে কেন যেন আমার স্কুল কলেজের শিক্ষকরা অনেক ভালোবাসতেনআমি অন্য সাধারণ ছাত্রদের মত পরীক্ষা দিতাম আমাকে শুধু একটু খাতাটা গুছিয়ে দিতে হতোআমাদের কলেজের প্রিন্সিপাল আপার কাছে যেদিন আমার বাবা নিয়ে গিয়েছিলো সেদিন তিনি বলেছিলেন, “ছেলে পারবে তো?” বাবা বলেন, “সব পারে আপাS.S.C তে অপশনাল সহ .৭৫ পেয়েছে 

ক্লাসে স্যারদের কথা শুনে শুনে লিখতে পারবে খাতায়একটু যদি সহযোগিতা করতেন তাহলেই হয় ছেলে কালকে থেকে কান্নাকাটি করছে কলেজে ভর্তি করানোর জন্যপ্রিন্সিপাল আপা আমাকে ভর্তি করিয়েছিলেনআমার যেদিন H.S.C এর রেজাল্ট দিলো তখন সারা দেশে মাত্র কয়েকজন 5.00 পেয়েছিলোআমি তাদের মধ্যে একজন ছিলামআমাদের কলেজে একমাত্র ফাইভআপা আমার বাসায় এসে পড়েছিলেনআমাকে ডেকে জড়িয়ে ধরে কেদে বললেন, “বাবারে তুই অনেক বড় আমার যদি সামর্থ্য থাকতো আমি আমার চোখ দুইটা তোকে দিয়ে দিতামআমি তোর জন্য অনেক দোয়া করবো আমার অনেক কান্না পেয়েছিলো সেদিনআম্মু আব্বু আমাকে ওইদিন জীবনে প্রথমবার অনেক আদর করেছিলোআমাকে একটা জামা কিনে দিয়েছিলোরাতে আমি সেই জামা পড়ে এক রুম থেকে আরেক রুমে হেটে হেটে গান গাইছিলামআমার বোন আমাকে দেখে শুধু হাসছিলোআমি ওর কাছে যেয়ে জিজ্ঞেস করলো, “তিতিনমণি আমার জামার রঙ কি?”

তিতিন বলে, “লাল রঙ ভাইয়া আমি ধপ করে সোফায় বসে পড়ি, অনেক কাদি আমার নষ্ট চোখ দিয়ে পানি পড়েতিতিনকে বলি, “আমার খুব এই রংটা দেখতে ইচ্ছা করেআমাকে কেউ দেখতে দেয় না কেন?লাল রঙ কেমন?” তিতিনমণি সারা রাত আমার হাত ধরে কাদছিলোসেদিন আমি অনেক অনেক মন খারাপ করেছিলামআমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, “তুমি আমাকে জীবন দিলে, কিন্তু জীবনের রংটা দেখতে দিলেনা কেন?” শুভ যখন আমাকে ক্লাসে নিয়ে গেল তখনও স্যার ক্লাসে আসেননি আজকে হ্যামলেট পড়ানো হবে কিছুদিন আগে ওথেলো পড়ানো হয়েছিলোআমার সবচেয়ে প্রিয় উপন্যাস ফেয়ারওয়েল টু দ্যা আর্মসআমাকে এই বইটার অডিও উপহার দিয়েছিলো আমার স্কুল জীবনের বন্ধু অনিকঅনিক কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে যেয়ে হারিয়ে যায়ওকে আর কেউ খুজে পায়নাই সমুদ্র দেখতে যাবার আগে বলেছিলো, “দোস্ত তোরে একদিন সাগরে নিয়ে যায়া স্রোতের ধাক্কা খাওয়াবো জীবনে আর কিছুই চাইবিনা তাহলে আমি বলি, “আচ্ছা ক্লাসে আমাকে করুণা করে মনে হয় সবাই সামনে বসতে দেয়আজকে শুভ আমাকে ক্লাসে দিয়ে চলে যাচ্ছিলোআমি ওকে জিজ্ঞেস করলাম, “তুই চলে যাস কেন?” শুভ বললো, “ক্ষুদা লাগছে দোস্ত আজকে নীরবে যামু কয়েকজন মিল্যাতুই মন দিয়া ক্লাস কর আমারে রাত্রে বুঝাবি যা ক্লাসে পরাইছে আমি হাত নেড়ে ওকে বিদায় দেই 

আমার চোখে আজকে সকাল থেকে খুব যন্ত্রণা হচ্ছেপানি এসে জমা হয়ে যাচ্ছেযত পানি মুছি তত বেশি যন্ত্রণা বাড়েএই যন্ত্রণার মধ্যে একটা খুব সন্দর কন্ঠ শুনতে পেলামআমার অনেক কাছ থেকে কন্ঠটা আসছেবুঝতে পারলাম, মেয়েটা ইতি ইতি খুব সুন্দর একটা পারফিউম ব্যবহার করেআজকে মনে হয় আমার পাশে বসেছেইতি মেয়েটাকে আশেপাশে দেখলে আমার মধ্যে কেমন কেমন যেন একটা লাগেআমার মনে হয় এটা মেয়েটা বুঝতে পারে আমাকে অবশ্য পাত্তা দেয়নাএকদিন সাহস করে একটা কলম চেয়েছিলাম অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, “তুমি লিখতে পারো?” আমি খুব বিব্রত বোধ করেছিলাম প্রায়ই মানুষজন আমাকে মনে করিয়ে দেয় আমি তাদের মত নই আমি ইতিকে বলেছিলাম, “ভুলে চেয়েছিআমি আসলে লিখতে পারিনা ইতি আমাকে অবশ্য কলম দিয়েছিলোআমি ক্লাস শেষে যখন ওকে কলম ফেরত দিতে গেলাম তখন আমাকে স্যরি বললোআমার এতে আরো খারাপ লেগেছিলো এরপর থেকে ওর সাথে আর কখনো একটিবারের জন্যও কথা হয়নিএকদিন শুভকে বলে ফেলেছিলাম, ইতিকে আমার অনেক ভালো লাগেশুভ খুব সুন্দর করে সেটা ইতিকে জানিয়ে দিয়েছিলোইতি এরপর আমাকে দেখলেও এড়িয়ে যেত মনে হয় 

আমিও ওর আশেপাশে যেতাম না আজকে ক্লাস শেষে যখন চলে যাচ্ছিলাম ইতি আমাকে অবাক করে দিয়ে বললো, “তুমি কি এখন লাঞ্চ করবা?” আমি মাথা নাড়ি নিজে থেকেই আমাকে বললো, “আজকে আমার জন্মদিনআমি যদি আজকে তোমাকে লাঞ্চ করাতে চাই তুমি রাগ করবে?” আমি কি বলবো বুঝতে পারছিলাম নামুখ দিয়ে হুম জাতীয় আওয়াজ করে বুঝাতে চাইলাম, “কোন সমস্যা নাই ইতিকে নিয়ে যখন লাঞ্চ করতে গেলাম তখন ক্যান্টিনে কোন খাবার ছিলোনা তেমনইতি আমাকে বললো, “তোমার জন্য একটা পিৎজা নিয়ে আসি?” আমি মাথা নাড়িযদিও ভার্সিটির পিৎজা আমার একদম ঘিন্না লাগে খেতে, কিন্তু ওকে তো এই অবস্থায় এটা বলা যাবেনা আমি চুপ করে বসে থাকি আমাকে বললো, “তুমি কি আমাকে পছন্দ করো?” আমি একটা ধাক্কা খেলামকিছু না বলে ভাব করলাম এমন যেন কিছু শুনতে পাইনিইতি আমাকে বললো, “আচ্ছা তোমাকে কিছু বলতে হবেনালজ্জা পাচ্ছো কেন এত?” ইতি কেন যেন অনেক হাসতে লাগলোআমাকে ফিসফিস করে বললো, “আমাকে কেউ কখনো ভালবাসেনি জানো?” আমার মনে হলো মেয়েটার মন খারাপআমি তাকে কি বলবো জানিনাআমার মাথায় এত বুদ্ধিও নেই কিছু বানিয়ে বানিয়ে বলে তার মন ভাল করে দেয়ার মতআমি আমতা আমতা করে বললাম, “মন খারাপ হওয়া ভালো নাহার্টে সমস্যা হয় ইতি আবারো হাসেআমাকে জিজ্ঞেস করলো, “আমাকে তোমার কি অনেক সুন্দরী মনে হয়?” আমি অসহায় বোধ করি

ওকে বলি, “আমি জানিনা ইতিতুমি কেন এমন করছো?” ইতি কিছুক্ষণ চুপ করে বললো, “আমাকে যেদিন শুভ বললো তোমার আমাকে অনেক ভালো লাগে তখন আমি খুব অবাক হয়েছিলামআমার কখনো মনে হয়নি আমাকে কেউ ভালোবাসতে পারে আমি বললাম,” তুমি ভাল মেয়ে তো! কেন কেউ ভালোবাসবেনা?” ইতি কেমন করে যেন বললো, “আমি দেখতে অনেক কালো তো, তাই আমাকে কেউ ভালবাসেনাএকটা ছেলেকে অনেক ভালবাসতাম কালকে রাতে সে আমাকে একবারও উইশ করেনাইআমি তাকে নির্লজ্জের মত ফোন দিয়েছিলাম তাকে কিছু বলার আগেই সে জানালো অনেক ব্যস্ত আছেআসলে জানো, এখন একটা মেয়ের সাথে প্রেম করেমেয়েটা অনেক কিউট আমার অনেক মন খারাপ হলোকেন যেন মনে হলো তাকে বলি, তুমি আরো অনেক কিউটকিন্তু আমি বলতে পারলাম নাপিৎজায় একটা কামড় দিয়ে বললাম, “তুমি অনেক ভালোবাসো ছেলেটাকে?” ইতি কি সুন্দর করে হাসলোআমি দেখতে পাইনা তবুও ওর হাসির আওয়াজ শুনে অনেক অনেক ভালো লাগলোআমি কি তাকে বলবো যে প্রতি রাতে ঘুমানোর আগে আমি পারফিউম ব্যবহার করি একটা পারফিউমটার গন্ধ ঠিক ওর গায়ে দেয়া পারফিউমের মত

আমি কতরাত মনে মনে ওর হাত ধরে বলেছি, ভালোবাসিআমি কতদিন বৃষ্টির ঝাপটায় নিজেকে সিক্ত করেছি শুধু তাকে অনুভব করতে তো অনেকটা বর্ষার মন খারাপ করা বৃষ্টির মতওটা আমাকে ছুয়ে দিয়ে যায় সব উষ্ণতা মুছে দিয়েআমি সেই বৃষ্টিকে অনেক ভালোবাসি, নিজেকে উজাড় করে দেই সেই শীতল জলস্পর্শে যার প্রতিটি ফোটায় আমি পুলকিত হইআমি অনুভব করতে পারি পৃথিবীর প্রতি আমার গভীর ভালোবাসাকেপ্রিয় ইতি, তোমাকে কথা দিচ্ছি সেই বৃষ্টির থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসবোআফসোস এটা তাকে বলার মত অধিকার আমি রাখিনা ইতি যখন আমাকে আমার হলে নামিয়ে দিয়ে যাচ্ছিলো তখন আবার সে একটা বিব্রতকর প্রশ্ন করলোআমাকে বললো, “আচ্ছা অর্ক তোমার কি আমার জন্য অনেক ভালোবাসা?” আমি মাথা নিচু করে হাসিতাকে দুষ্টুমি করে বলি, “হা অনেক তো ইতি আমার গালে হাত দিয়ে হাসতে হাসতে বলে, “তুমি অনেক মিষ্টি একটা ছেলেতোমার সাথে প্রেম করবোকরবা?” আমি সেদিন নিস্তব্ধ থেকেছিলামশুধু মাথা নাড়িয়ে সাহস করে তার হাতটা ধরেছিলাম আমি অনুভব করেছি আমার ভালবাসার স্পর্শে তার কেপে কেপে ওঠা

আল্লাহ যদি আমাকে একটু দেখতে দিতো, আমি সবার আগে আমার ভালোবাসার এই মানবীকে দু চোখ ভরে দেখতাম তার চোখ দুটো একটাবার ছুয়ে দিতামতাকে বলতাম, “আজকের এই পৃথিবী শুধু তোমার আমার পরের একটি বছর আমার জীবনে শুধু ইতি আর আমি, আমি আর ইতি প্রতিদিন আমাকে নিয়ে ক্লাসে যেতআমার বন্ধু ইফতি আমাকে এজন্য প্রতিদিন অনেক টিজ করতোশুধু ইফতি না আমার আরো কিছু বন্ধু আমাকে নিয়ে দুষ্টুমি করতোআমি কিছু বলতাম নাআমরা একটা মহাকালের কাহিনী লিখতাম আমি যা লিখতাম তাতে ইতি থাকতো সবগুলো পাতা জুড়ে সবসময় আমার হাত ধরে থাকতো ক্লাসে আমার পাশে কাউকে বসতে দিতোনাআমি ওকে মাঝে মাঝে রবার্ট ফ্রস্টের কবিতা শোনাতামজীবনানন্দের কবিতা আমার খুব প্রিয়প্রাণের কবির একটি একটি করে কবিতা আমাকে যখন শোনাত তখন মনে হত, এত ভালোবাসার আলো কেন চারদিকে আমি দরিদ্র ছিলাম তাই ওকে কিছু কিনে দিতে পারিনি তেমনতবে একদিন টাকা জমিয়ে একটা নুপূর কিনে দিয়েছিলাম নুপূর পড়ে আমার সামনে এসে রিনঝিন আওয়াজ করতোআমার তখন যে অনুভূতি হতো তা হয়তো কাউকে বোঝানো যাবেনাকষ্ট একটাই ছিলো, ইতি কখনো আমাকে বলেনি সে আমাকে ভালোবাসে আমি জানিনা সে বাসতো কিনা জানতে ইচ্ছাও করেনাইযদি এমন কিছু শুনি যে আমার মনটা ভেঙ্গে যায়, তবে তো সব হারালাম একদিন ইতির অনেক মন খারাপ

আমি চুপ করে তখন টি.এস.সিতে বসে বসে বাদাম খাচ্ছিলামইতি আমাকে বললো, “তোমার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়না কেন আমার মন খারাপ?” আমি ওকে বললাম, “তুমি হয়তো বলবানা, তাই কিছু জিজ্ঞেস করছিনা ইতি বলে, “আমার মন খারাপ কারণ কাল আমাকে ফোন করেছিলো আমাকে বললো, সে আমাকে ভালোবাসতে চায় আমি একটা ধাক্কা খেলামওকে কি বলা উচিত ভাবছিলামতার আগেই বললো, “আমি ওকে কি বলবো অর্ক?” আমার গলা তখন শুকিয়ে গেছে অনেক কান্না পাচ্ছে তবুও আমি ফ্যাসফ্যাসে গলায় বললাম, “ওর কাছে যাওওকে আগে জিজ্ঞেস করে নিয়ো, তোমাকে ভালোবাসবে তো সবসময়?” ইতি কাদে আমাকে বলে, “আমাকে কত কষ্ট দিছে তুমি জানোপ্রতিটা রাতে আমি ছেলেটার জন্য কাদি আমাকে এতদিন পরে ভালোবাসার কথা বলে কেন?আমি যে এত্তগুলা কষ্ট পাইলাম সেটা কে দেখবে?” আমি হেসে বলি, “তুমি বিয়ে করে ওকে কাদিয়োঠিক আছে?” একদিন ইতির বিয়ের দিনসেই বিশেষ দিনে আমি আর মনমরা ইফতি হলের ছাদে উঠে বসে আছি ইফতি আমাকে বলে, “দোস্ত ইমাকে ফোন দিছিলাম আজকে আমাকে গালাগালি করলোআমি ওকে কি করে বুঝাবো যে তাকে ভুলা সম্ভব না?” আমি ইফতির উপর রাগ করিইমার বিয়ে হয়ে গেছে তিনমাস হলো ইফতির তো মেয়েটাকে ফোন করা উচিত নাআমি ওকে রাগত স্বরে বলি, “তুই ছ্যাচড়ার মত করিসনাওর বিয়ে হইছেআর ফোন দিবিনা ইফতি দীর্ঘশ্বাস ফেলে বলে, “তুই বুঝবিনারে গাধামাঝে মাঝে মনে হয় শ্বাস আটকায় আসতেছেওর গলা না শুনলে মরেই যাবোশালার ভালোবাসা! জীবনটা হেল কইর্যা দিলো 

আমি ইফতির কথা শুনিনাআমি ইতির কথা ভাবিআমি কেন এত গাধা ছিলাম! আমার মত দৃষ্টিশক্তিহীন মানুষকে ইতির মত চমৎকার একটা মেয়ে কেন ভালবাসবে?আমার চারপাশে এত অন্ধকার যে আমি সেখানেই বারবার হারিয়ে যাইএমন হারিয়ে যাওয়া মানুষকে ভালোবাসতে নেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলোআমি বৃষ্টির ঝাপটায় নিজেকে যখন মেলে ধরলাম তখন একটা আশ্চর্য অনুভূতি হলোআমার মনে হলো আমি যেন দেখতে পাচ্ছি আশেপাশের জগতটাকেআমাদের মাথার ওপর নাকি একটা বিশাল চাঁদ আছে, সেই চাদের রঙ রুপালীসেই চাঁদ মাঝে মাঝে স্বর্গকে আমাদের মাঝে এনে দেয়আমরা স্বর্গকে নিজ হৃদয়ে ধারণ করি, তাতে বসবাস করা জোৎস্নার আলোয় নিজেকে আবিষ্কার করিআজকে হয়তো সেই জোৎস্নাকে আমি দেখতে পাচ্ছি আমি মনে মনে ইতির জন্য কবিতা সাজাই, আজকের চাঁদ তোমার আমার তাতে জমে থাকা সবটুকু আলো আমাদের ভালোবাসার গল্প বলে তাদের স্নিগ্ধ রুপালী আলোয় আমি ইতিকে সেই রুপালী আলোর গল্প বলতে চেয়েছিলামআমি সেই রুপালী আলো দেখতে পাইনা, কিন্তু তাকে অনুভব করি আমার অন্তরেআজকের এই বৃষ্টিঝরা গভীর রাতে কেউ ভালোবাসার গল্প লিখুক আর না লিখুক, আমি ইতির জন্য লিখবোশুধু লিখবো, “প্রিয় ইতি সুখে থাকো, ভালো থাকো

সাদ আহম্মেদ

Read More

Bangla Golpo: কালো পুকুর



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url